পিএসসির আইসিডিএস ২০১৯ মেইন পরীক্ষা, অ্যাডমিট কার্ড

1042
0
Primary TET Practice Set

রাজ্য নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরে আইসিডিএস সুপারভাইজার (কেবলমাত্র মহিলা) নিয়োগের জন্য পিএসসির বিজ্ঞপ্তি নং ৮/২০১৯ অনুযায়ী ২০১৯ সালের মূল পর্বের পরীক্ষা হবে আগামী ২৫ ও ২৬ এপ্রিল (যথাক্রমে শনি ও রবিবার)। কলকাতা ও শিলিগুড়ির বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা হবে প্রতিদিন দুই অধিবেশনে— সকালে ১১টা থকে ১২-৩০, দুপুরে ২টো থেকে ৩-৩০। এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে কমিশনেরে ওয়েবসাইট (https://wbpsc.gov.in) থেকে। আগামী ১৫ এপ্রিল থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। পরীক্ষাকেন্দ্রের বিস্তারিত জানানো হবে যথাসময়ে, ওই ওয়েবসাইটে। খবরটি আমরা গত ১৩ মার্চই পেয়েছিলাম, কিন্তু প্রিলিমিনারির ফলাফল প্রকাশের তারিখ বিষয়ে তথ্য হাতে না থাকায় মেইন পরীক্ষার তারিখের এই খবর আমাদের পোর্টালে আপলোড করা হয়নি। পিএসসির এই ঘোষণা দেখা যাবে পিএসসির ওয়েবপেজে (http://pscwbapplication.in) দেওয়া লিঙ্কে বা সরাসরি এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=20200312161959_announcementfordateande-admit.pdf&param2=advertisement

 

 

PSC, PSC ICDS Exam