পিএসসির ইএসআই ওয়ার্ড মাস্টার নিয়োগ পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড

728
0
upcoming govt exam date

পশ্চিমবঙ্গ রাজ্য শ্রমদপ্তরে ইএসআই (এমবি) স্কিমে ওয়ার্ড মাস্টার গ্রেড-থ্রি নিয়োগের জন্য পিএসসির (বিজ্ঞপ্তি নম্বর Advt. No.–24/201) প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে আগামী ২২ মার্চ রবিবার বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত। এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হবে আগামী ১২ মার্চ থেকে, কমিশনের ওয়েবসাইটে (https://wbpsc.gov.in) । তারই প্রিন্ট-আউট ব্যবহার করতে হবে। আলাদা করে কোনো হার্ড কপি দেওয়া হবে না। কার্ডে কোনো অসঙ্গতি ধরা পড়লে অবিলম্বে কমিশনকে জানাতে হবে। পিএসসির এই বিজ্ঞপ্ত দেখা যাবে এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=20200304154638_24-2019Announcement.pdf&param2=advertisement