পিএসসির উদ্যানপালন সহ-অধিকর্তা নিয়োগের অনলাইন ইন্টারভিউ

936
0
Result, PSC Result, WB Police Result

রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগে উদ্যানপালনের সহ অধিকর্তা (অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব হর্টিকালচার) নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (বিজ্ঞপ্তি নং 4(1)/2020 অনুযায়ী) ইন্টারভিউ হবে অনলাইনে, আগামী ২৮ জুন থেকে ৭ জুলাই। প্রতিদিন সকাল ও দুপুরের দুই সেশনে ভাগ করে। এজন্য কোনো কললেটার দেওয়া হবে না। কাদের কবে কোন সেশনে ইন্টারভিউ হবে তা জানা যাবে এই লিঙ্কে:
অনলাইন ইন্টারভিউ বিষয়ে ধারণার জন্য আমাদের আলোচনা এই লিঙ্কে: https://jibikadishari.co.in/udyan-palan-projukti-sahayak/