পিএসসির ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট রিক্রুটমেন্ট (প্রিলিঃ) পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড

725
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

পশ্চিম বঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি) এগজামিনেশন, ২০১৮ নেওয়া হবে আগামী ২৫ নভেম্বর বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত। একইসঙ্গে কলকাতা, বর্ধমান, মেদিনীপুর, বহরমপুর, শিলিগুড়ি ও দার্জিলিং কেন্দ্রে এই পরীক্ষা হবে। ই-অ্যাডমিট কার্ড কমিশনের অয়েবসাইটে (http://www.pscwbapplication.in) আপলোড করে দেওয়া হবে ১৭ নভেম্বর তারিখে। ওই ই-অ্যাডমিট কার্ডের প্রিন্ট-আউট নিয়ে সেটিই ব্যবহার করতে হবে, আলাদা করে কাউকে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। প্রীক্ষার দিন সঙ্গে আর কী-কী নিয়ে যেতে হবে বা কী-কী সঙ্গে রাখা যাবে না তা জনানো হয়েছে এই লিঙ্কের বিজ্ঞপ্তিতে: http://pscwbapplication.in/pdf18/IMP-ANNOUNCEMENT-REGARDING-WB-WORKS-ACCOUNTANT-RECTT-PRELI-EXAM.pdf