পিএসসির ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস দুই পরীক্ষা

998
0
PSC, West Bengal Public Service Commission, PSC Exam

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত। কলকাতা ও দার্জিলিং কেন্দ্রে। এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। এই ওয়েবসাইটে: https://wbpsc.gov.in। পিএসসির এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2735246

২০১৮ সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস (মেইন) পরীক্ষা হবে আগামী ২০ (পেপার-১ ও ২), ২২ (পেপার-৩ ও ৪) ও ২৩ (পেপার-৫) ফেব্রুয়ারি। অপশনাল পেপার হবে ২৪ ফেব্রুয়ারি গ্রুপ-এ, ২৫ ফেব্রুয়ারি গ্রুপ-বি, ২৬ ফেব্রুয়ারি গ্রুপ-সি। ২১ তারিখ ছুটি থাকার কারণে এই সূচি নির্ধারিত হয়েছে। ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে। এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2735245