পিএসসির ক্লার্কশিপ (প্রিলি) পরীক্ষার আন্সার-কী প্রকাশিত, ভুল থাকলে জানানোর সুযোগ

931
0
wbjee admit card 2023 released

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের গত ২৫ জানুয়ারি আয়োজিত ২০১৯ সালের ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) দুই সেশনের আন্সার-কী প্রকাশ করল পিএসসি। পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের সঙ্গে এই আন্সার-কী খুঁটিয়ে দেখে কোনো ভুল বা অসঙ্গতি চোখে পড়লে কমিশনের ওয়েবসাইটে (www.pscwbapplication.inhttps://wbpsc.gov.in) দেওয়া লিঙ্কের “Answer Key Response” বিভাগের মাধ্যমে তা জানাতে পারেন আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৭ দিনের মধ্যে। কমিশনের আন্সার-কী দেখা যাবে ৫ ফেব্রুয়ারির বিজঙ্গপ্তিতে (No. 72 -PSC/Con(Q) Date: 5th Feb., 2020) এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2739923