পিএসসির জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার আবেদন শুরু

schedule
2020-07-08 | 10:22h
update
2020-07-08 | 10:22h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২০-র আবেদন শুরু হয়েছে৷ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সিভিল জজ (জুনিয়র ডিভিশন) পদে ২৬ জন নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন৷ বিজ্ঞপ্তি নম্বর: ১২/২০২০৷ নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

বেতনক্রম: ২৭,৭০০-৪৪,৭৭০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

শূন্যপদ: ২৬ (অসংরক্ষিত ১৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ৩, ওবিসিবি ২, শারীরিক প্রতিবন্ধী ১)৷

Advertisement

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ল ডিগ্রি এবং ভারতের যে-কোনো রাজ্য বা ইউনিয়ন টেরিটরির বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বাংলায় কথা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে (নেপালিভাষীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়)৷

বয়সসীমা: ৪ জুলাই ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৩-৩৫ বছরের মধ্যে (জন্মতারিখ ৫ জুলাই ১৯৮৫ থেকে ৪ জুলাই ১৯৯৭ তারিখের মধ্যে)৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

পরীক্ষার ধরন: ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা তিনটি পর্যায়ে হবে: প্রিলিমিনারি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা ও পারসোন্যালিটি টেস্ট৷

আবেদনের ফি: ২১০ টাকা সঙ্গে সার্ভিস চার্জ ও জিএসটি৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷ ফি অনলাইন, অফলাইন দুভাবেই দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: https://wbpsc.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২ আগস্ট রাত ১১.৫৯ পর্যন্ত৷ অফলাইন আবেদন ফি দেওয়া সংক্রান্ত কোনো সমস্যা হলে ০৩৩ ২২৬২৪১৮১১ এবং অনলাইনের ক্ষেত্রে ০৩৩ ৪০০৩ ৫১০৪ নম্বরে ফোন করতে পারেন৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

https://wbpsc.gov.in/Download?param1=Cur_20200706102201_Advt122020.pdf&param2=advertisement লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

লাইভটিভিদেখুন :https://chetana.tv/

বাংলারপ্রথমএডুকেশনালচ্যানেল

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2024 - 09:25:41
Privacy-Data & cookie usage: