পিএসসির জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ধরন ও সিলেবাস

716
0
PSC, West Bengal Public Service Commission, PSC Exam

পিএসসির জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার অনললাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ পরীক্ষার ধরন ও সিলেবাসও জানানো হয়েছে৷ গত ৮ জুলাই আমাদের পোর্টালে সম্পূর্ণ খবরটি দেওয়া হয়েছে (https://jibikadishari.co.in/?p=15905 )৷

লেখা পরীক্ষা ও পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লেখা পরীক্ষা হবে দুটি ভাগে: প্রিলিমিনারি ও ফাইনাল পরীক্ষা৷ প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে৷ এইসব বিষয়ে: ১. ইংলিশ কম্পোজিশন (৩০ নম্বর), ২. জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং (৪০ নম্বর), ৩. ইন্ডিয়ান কনস্টিটিউশন (২০ নম্বর), ৪. ল অব কনট্র্যাক্টস অ্যান্ড টর্টস (২০ নম্বর), ৫. ল অব এভিডেন্স (২০ নম্বর), ৬. সিভিল প্রোসিডিওর কোডস (২০ নম্বর), ৭. ক্রিমিনাল প্রোসিডিওর কোড ও ইন্ডিয়ান পেনাল কোড (২০ নম্বর), ৮. পার্সোনাল ল (১০ নম্বর), ৯. ল অব লিমিটেশন (২০ নম্বর)৷ মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় আড়াই ঘণ্টা৷

ফাইনাল পরীক্ষায় আইটি কম্পালসারি পেপার ও তিনটি অপশনাল বিষয় থাকবে, অপশনাল বিষয়গুলি প্রার্থী আবেদনপত্র পূরণের সময় বাছাই করতে পারবেন৷ কম্পালসারি পেপারগুলি হল: ১. ইংলিশ কম্পোজিশন, এসে, প্রেসি রাইটিং ২. বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি কম্পোজিশন, এসে এবং ইংরেজি থেকে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় অনুবাদ ৩. জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স ৪. সিভিল প্রোসিডিওর কোড ৫. ক্রিমিনাল প্রোসিডিওর কোড ও ইন্ডিয়ান পেনাল কোড ৬. ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ৭. ল অব কনট্র্যাক্টস অ্যান্ড টর্টস এবং ৮. ট্র্যান্সফার অব প্রপার্টি অ্যাক্ট৷

অপশনাল পেপার (এই বিষয়গুলির মধ্যে থেকে যে-কোনো তিনটি বাছাই করতে হবে):

১. হিন্দি ল

২. মহামাডান ল

৩. জুরিসপ্রুডেন্স ও প্রিন্সিপল অব লেজিসলেশন

৪. ইন্ডিয়ান ল রিলেটিং টু কোম্পানিজ অ্যান্ড ইনশিওরেন্স

৫. প্রিন্সিপলস অব ইক্যুইটি সঙ্গে ল অব ট্রাস্ট অ্যান্ড স্পেসিফিক রিলিফ

৬. পার্টনারশিপ অ্যাক্ট

৭. ল অব লিমিটেশন ও ল অব প্রেসক্রিপশন

৮. দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল ল

 

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে ফাইনাল পরীক্ষা দিতে পারবেন এবং তাতেও উত্তীর্ণ হলে পার্সোন্যালিটি টেস্ট (১০০ নম্বর)৷

https://wbpsc.gov.in/Download?param1=20200708111003_SCHEME_SYLLABUS_wbjse_2020.pdf&param2=advertisement লিঙ্কে গিয়ে সিলেবাস সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন৷

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল