পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার ইন্টারভিউসূচি

1100
0
wbpsc exam postponed

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৭-র জুনিয়র ইঞ্জিনিয়ার্স (সিভিল/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল) রিক্রুটমেন্ট এগজামিনেশনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার পার্সোন্যালিটি টেস্টের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পার্সোন্যালিটি টেস্টের দিন-সময় ঘোষিত হয়েছে।

এজন্য কললেটার (ব্ল্যাংক চয়েস শিট সহ) ডাউনলোড করে নিতে হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে www.pscwbonline.gov.in ওয়েবসাইটের লিঙ্কে।

পার্সোন্যালিটি টেস্ট চলবে ২৮ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত, বিভিন্ন ব্যাচে ভাগ করে।

পার্সোন্যালিটি টেস্টের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও সময়সূচি সহ এই বিজ্ঞপ্তি (No. 823 PSC / Con. IIA, Dated: the 11th December, 2018) দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2678404