পিএসসির ডব্লুবিসিএস অপশনাল উর্দু পরীক্ষার নতুন তারিখ

737
1
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

পশ্চিম বঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-র ডব্লুবিসিএস (এগজিঃ) এটসেট্রা (মেইন) এগজামিনেশনের অপশনাল উর্দু পেপারের গত ২০ আগস্টের পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই পরীক্ষা আবার হবে আগামী ১ সেপ্টেম্বর। পিএসসির সাবসেন্টার-এ-র পরীক্ষাকক্ষেই ওই পরীক্ষা হবে— প্রথম পত্র সকাল ৯টা-১২টা, দ্বিতীয় পত্র বেলা ২টো-৫টা।

প্রার্থীদের একই অ্যাডমিট কার্ড নিয়ে ১ সেপ্টেম্বর পরীক্ষা দিতে যেতে অনুরোধ করা হয়েছে।

পরীক্ষার এই নতুন তারিখের কথা জানানো হয়েছে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2622720