পিএসসির নকল ওয়েবসাইট

951
0
Psc Fake Website

স্কুল সার্ভিসের পর এবার পাবলিক সার্ভিস কমিশন। কয়েক মাস আগে স্কুল সার্ভিসের নকল একটি ওয়েবসাইট তৈরি হয়েছিল, জীবিকা দিশারিতে সেই খবরও প্রকাশিত হয়েছিল (https://jibikadishari.co.in/?p=9765)। এবার পাবলিক সার্ভিস কমিশনের হুবহু নকল একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। সতর্কতা জারি করেছেন পিএসসি কর্তৃপক্ষ।

পিএসসি একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নকল ওয়েবসাইটটির ইউআরএল হল – http://www.pscwbbapplication.in

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের আসল ওয়েবসাইটগুলি হল যথাক্রমে ১) http://www.pscwbonline.gov.in

ও ২) http://www.pscwbapplication.in।  সরকারি চাকরির প্রার্থীদের সতর্ক করা হচ্ছে, তাঁরা যেন কোনভাবেই, নকল ওয়েবসাইটের কোনো খবর বা তথ্য দেখে প্রভাবিত না হন।

 

Psc Fake Website,