পিএসসির নতুন ওয়েবসাইট, করতে হবে নতুন রেজিস্ট্রেশন

schedule
2020-01-02 | 06:47h
update
2020-01-03 | 05:20h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নতুন ওয়েবসাইট চালু করা হল। নতুন বছরের প্রথম দিন থেকেই নতুন ইউআরএল সহ পিএসসি নতুন ওয়েবসাইট চালু করল।

কমিশনের নতুন ওয়েবসাইট হল: http://wbpsc.gov.in/

পুরোনো যে দুটি ওয়েবসাইট ছিল (http://pscwbapplication.in/https://www.pscwbonline.gov.in/ ) সেগুলি আগামী ১ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত কার্যকরী থাকবে।  এরপর থেকে শুধুমাত্র নতুন ওয়েবসাইট থেকেই পরীক্ষার্থীরা যাবতীয় তথ্য পাবেন। এমনকি পুরো রেজিস্ট্রেশন  প্রক্রিয়া থেকে শুরু করে অনলাইন আবেদন সমস্ত কিছুই নতুন ওয়েবসাইটের মাধ্যমে হবে। যে সমস্ত প্রার্থী পুরোনো ওয়েবসাইটগুলোতে “ওয়ান টাইম রেজিস্ট্রেশন” করে রেখেছিলেন, তা আবার নতুন করে এই নতুন ওয়েবসাইটে করতে বলা হয়েছে। নতুন করে নিজেদের এনরোল করে তারপর অনলাইন আবেদন করতে পারবেন।

Advertisement

 

পিএসসির নতুন ওয়েবসাইটে কিছু নতুন সুবিধাAMP

 

 

PSC, WBPSC, WBPSC Recruitment

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2024 - 04:45:53
Privacy-Data & cookie usage: