পিএসসির ফায়ার অপারেটর নিয়োগ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের তালিকা প্রকাশ

1013
0
NET, Net, Net Online Application

ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসে ফায়ার অপারেটর নিয়োগের জন্য পিএসসির বিজ্ঞাপন নং ১৫/২০১৮ অনুসারে লিখিত পরীক্ষায় যাঁরা সফল হয়ে শারীরিক মাপজোকের পরীক্ষায় অংশ নেবার যোগ্যতা অর্জন করেছেন তাঁদের পুরো তালিকা পিএসসির ওয়েবসাইটে আজ ১৬ তারিখে আপলোড করা হবে। বিভিন্ন ক্যাটেগরিতে সফল হওয়া শেষ প্রার্থীর পাওয়া নম্বরও আপলোড করা হবে। প্রার্থীদের ব্যক্তিগত স্কোর অবশ্য দেখা যাবে আগামী কাল ১৭ তারিখ থেকে, এই লিঙ্কে: http://www.pscwbapplication.in

কমিশনের এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2712504

প্রসঙ্গত, শারীরিক মাপজোকের পরীক্ষার সূচি আমরা জানিয়েছি ১৩ সেপ্টেম্বর (https://jibikadishari.co.in/?p=12853)।