Site icon জীবিকা দিশারী

পিএসসির ফায়ার অপারেটর নিয়োগে শারীরিক মাপজোক ও সহনশীলতা পরীক্ষা শুরু ২৩ তারিখ

WBPSC, Fire Operator Recruitment

ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসে ফায়ার অপারেটর নিয়োগের জন্য পিএসসির বিজ্ঞাপন নং ১৫/২০১৮ অনুসারে লিখিত পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন তাঁদের শারীরিক মাপজোকের পরীক্ষা ও তাতে সফল হলে সহনশীলতা পরীক্ষায় (এন্ডিওরেন্স টেস্ট) উত্তীর্ণ হতে হবে। শারীরিক মাপজোকের পরীক্ষা শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে, এই ঠিকানায়: Institute of Fire Service, L.M. Dey Garden, Diamond Harbour Road, Shilpara, Kolkata–700008. ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ ও ৩০ সেপ্টেম্বর যাঁদের এই পরীক্ষা হবে তাঁদের তালিকা ও দিন-ক্ষণ পিএসসির ওয়েবসাইটে (https://www.pscwbonline.gov.inhttps://www.pscwbapplication.in) আপলোড করা হবে ১৩ সেপ্টেম্বর তারিখেই। কমিশনের এনকোয়্যারি কাউন্টারেও যানা যাবে। টেস্টে উপস্থিত হবার জন্য কললেটার ডাউনলোড করে নিতে হবে https://www.pscwbapplication.in ওয়েবসাইট থেকে। ডাউনলোড করা যাবে ১৩ তারিখ থেকেই। বাকি সফল প্রার্থীদের শারীরিক মাপজোক ও সহনশীলতার পরীক্ষার জন্য তালিকা ও দিন-ক্ষণ পরে জানানো হবে। কমিশনের এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2712489.

Exit mobile version