পিএসসির মাধ্যমে ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ল

798
0
wbpsc exam postponed

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগের আবেদনের সময়সীমা বাড়িয়ে ২০ আগস্ট করা হল (বিজ্ঞপ্তি নম্বর: ১৩/২০২০)৷ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে৷ গত ১৫ জুলাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের মূল খবরটি আমাদের পোর্টালে বিস্তারিতভাবে দেওয়া হয়েছিল https://jibikadishari.co.in/?p=15966 লিঙ্কে৷ যাঁরা ইতিমধ্যে আবেদন করতে পারেননি তাঁরা এখনও দেখে আবেদন করতে পারেন।

 

https://wbpsc.gov.in/Download?param1=An_20200801185947_NOTICE.pdf&param2=advertisement লিঙ্কে গিয়ে তারিখ বাড়ানোর বিজ্ঞপ্তিটি দেখা যাবে৷

 

 

 

লাইভ টিভি দেখুন:      https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল