পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডিরেক্টরেট অব ইএসআইতে ডায়ালিসিস টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 15/2019.
শূন্যপদ: ৫ টি পদের মধ্যে ১ টি এসসি, ১টি এসটি ও বাকি অসংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সহ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বা সমতুল সঙ্গে ডায়ালিসিস টেকনিশিয়ান-এ স্বীকৃত ডিপ্লোমা থাকতে হবে। বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষা হলে নেপালি)।
এছাড়া ১) যে-কোনো সরকারি হাসপাতালে বা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট-এ ১ বছরের ট্রেনিং থাকলে বা, ২) স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডায়ালিসিস টেকনিকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
বেতনক্রম: পে ব্যান্ড-২ অনুযায়ী ৫,৪০০-২৫,২০০ টাকা প্রতি মাস + গ্রেড পে ২৯০০ টাকা।
বয়স: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ ৪০। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
আবেদন: অনলাইনে আবেদন চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। অনলাইন ফি জমা নেওয়া হবে ৫ আগস্ট পর্যন্ত, অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ আগস্ট, ২০১৯।
আবেদন ফি: আবেদনের ফি লাগবে ১১০ টাকা। ব্যাঙ্কিং চার্জ আলাদা। এসসি/এসটি, পিডব্লুডি প্রার্থীদের ফি দিতে লাগবে না।
আবেদনের জন্য ওয়েবসাইট: http://www.pscwbapplication.in
PSC, WBPSC Recruitment, WBPSC Jobs