Site icon জীবিকা দিশারী

পিএসসির মাধ্যমে ডায়ালিসিস টেকনিশিয়ান নিয়োগ

PSC, WBPSC Recruitment, WBPSC Jobs

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডিরেক্টরেট অব ইএসআইতে ডায়ালিসিস টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 15/2019.

শূন্যপদ: ৫ টি পদের মধ্যে ১ টি এসসি, ১টি এসটি ও বাকি অসংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সহ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বা সমতুল সঙ্গে ডায়ালিসিস টেকনিশিয়ান-এ স্বীকৃত ডিপ্লোমা থাকতে হবে। বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষা হলে নেপালি)।

এছাড়া ১) যে-কোনো সরকারি হাসপাতালে বা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট-এ ১ বছরের ট্রেনিং থাকলে  বা, ২)  স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডায়ালিসিস টেকনিকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

বেতনক্রম: পে ব্যান্ড-২ অনুযায়ী ৫,৪০০-২৫,২০০ টাকা প্রতি মাস + গ্রেড পে ২৯০০ টাকা।

বয়স: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ ৪০। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন: অনলাইনে আবেদন চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। অনলাইন ফি জমা নেওয়া হবে ৫ আগস্ট পর্যন্ত, অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ আগস্ট, ২০১৯।

আবেদন ফি: আবেদনের ফি লাগবে ১১০ টাকা। ব্যাঙ্কিং চার্জ আলাদা। এসসি/এসটি, পিডব্লুডি প্রার্থীদের ফি  দিতে লাগবে না।

আবেদনের জন্য ওয়েবসাইট: http://www.pscwbapplication.in

 

 

 

PSC, WBPSC Recruitment, WBPSC Jobs

Exit mobile version