পিএসসির মাধ্যমে লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের ইন্টারভিউ

733
0
civil service interview

রাজ্য প্রাণিসম্পদ ও প্রাণিস্বাস্থ্য বিভাগে লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য পিএসসির বিজ্ঞপ্তি নম্বর ১১/২০১৯ অনুযায়ী লিখিত পরীক্ষার ভিত্তিতে যাঁরা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছেন তাঁদের রোলনম্বরের তালিকা আপলোড করা হয়েছে। বিভিন্ন ক্যাটেগরির কাট-অফ মার্কসও জানানো হয়েছে। ইন্টারভিউ শুরু হবে আগামী ২৫ মার্চ। নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=20200311164723_LDAWebsiteNEW.pdf&param2=advertisement