পিএসসির সাব-ডিভিশনাল অ্যান্ড কালচারাল অফিসার নিয়োগ পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড

730
0
PSC, West Bengal Public Service Commission, PSC Exam

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮ সালের সাব-ডিভিশনাল ইনফর্মেশন অ্যান্ড কালচারাল অফিসার রিক্রুটমেন্ট এগজামিশনের কম্পালসরি ও অপশনাল পেপারগুলির পরীক্ষা হবে আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর, কলকাতার বিভিন্ন কেন্দ্রে। পরীক্ষার বিশদ সূচি পাওয়া যাবে ক্মিশনে ওয়েবসাইটে (http://www.pscwbonline.gov.in.ও www.pscwbapplication.in)।পরীক্ষা দেবার জন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে ১৪ ডিসেম্বর থেকে (ওয়েবসাইট www.pscwbapplication.in)। কাউকে আলাদা করে কোনো হার্ড কপি পাঠানো হবে না।

পিএসসির এই বিজ্ঞপ্তির লিঙ্ক: http://pscwbapplication.in/pdf18/Important-Announcement-main&program.pdf