পিএসসির সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগের পার্সোন্যালিটি টেস্টের তারিখ বদল

715
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৭-র জুনিয়র ইঞ্জিনিয়ারস (সিভিল/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল) রিক্রুটমেন্ট এগজামিনেশনের সিভিল শাখার পার্সোন্যালিটি টেস্টের দিন আরও আগে আনা হয়েছে, এজন্য আলাদা ইন্টারভিউ বোর্ডও গড়া হয়েছে।

২০ জুন থেকে শুরু হবার কথা ছিল, এখন ঠিক হয়েছে ২০ জুনের আগে শেষ করা হবে।

অন্যান্য শাখার সূচি (২০ জুনের আগে শেষ করার) যেমন ছিল তেমনই থাকবে।

কেবল সিভিল শাখার জন্য সূচি বদল সংক্রান্ত এই বিজ্ঞপ্তি (No.877P.S.C. / Con. -IIA. Kolkata, the 1st April, 2019) দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2704289

সিভিল শাখার জন্য এই নতুন সূচি অনুযায়ী কাদের পার্সোন্যালিটি টেস্ট কবে কখন হবে তা জানা যাবে (বিজ্ঞপ্তি নং 876PSC / Con. IIA Dated: the 1st April) এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2704288