পিএসসি জুনিয়র সায়েন্টিস্ট নিয়োগ পরীক্ষার সিলেবাস

423
0
PSC, PSC Audit & Account Service Exam

পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অব হায়ার এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি-র অধীনে ডব্লুবিজিএস-এ জুনিয়র সায়েন্টিস্ট নিয়োগের জন্য পিএসসির (বিজ্ঞপ্তি নং ৯(২এ)/২০১৮) পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে। ১০০ নম্বরের ১০০ প্রশ্নের অবজেক্টিভ টাইপের (এমসিকিউ) পরীক্ষা হবে। প্রতি প্রশ্নে ১ নম্বর, নেগেটিভ মার্কিং থাকবে প্রতি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ অর্থাৎ প্রতি ৩টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে।

বিষয়ানুযায়ী (সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার অ্যান্ড সয়েল সায়েন্স, জিওলজি, জিওগ্রাফি, রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফর্মেশন সিস্টেম) বিস্তারিত সিলেবাস দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://www.pscwbonline.gov.in/docs/2614310