পিএসসি মাধ্যমে রাজ্যে ইঞ্জিনিয়ার নিয়োগ

schedule
2020-07-15 | 14:42h
update
2020-08-03 | 12:01h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

রাজ্যে বেশ কিছু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: ১৩/২০২০৷
যে সমস্ত দপ্তরে নিয়োগ হবে সেগুলি হল: ১. ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অব ইঞ্জিনিয়ার্স, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট।
২. ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অব ইঞ্জিনিয়ার্স (ইরিগেশন), ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট।
৩. ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং সার্ভিস, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট।
৪. ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অব ইঞ্জিনিয়ার্স (সিভিল), পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট৷
প্রসঙ্গত, শূন্যপদ এখনও জানানো হয়নি, জানানো হলে আমাদের পোর্টালেও জানিয়ে দেওয়া হবে৷
Advertisement

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা সমতুল এবং বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি ভাষীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়)৷ এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট প্র্যাক্টিক্যাল ট্রেনিং/স্টাডি/ রিসার্চ/ প্র্যাক্টিক্যাল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় (শুধুমাত্র পিঅ্যান্ডআরডি ও পিএইচই দপ্তরের ক্ষেত্রে)৷
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর (২ জানুয়ারি ১৯৮৪ সালের আগে জন্ম হলে আবেদন করবেন না)৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
বেতনক্রম: ৫৬১০০-১৪৪৩০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লেখা পরীক্ষা হবে চলতি বছরের নভেম্বরে৷
আবেদনের ফি: ২১০ টাকা সঙ্গে সার্ভিস চার্জ ও জিএসটি৷ পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না৷ অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই ফি দেওয়া যাবে৷
আবেদনের পদ্ধতি: https://wbpsc.gov.in/  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৬ আগস্ট মধ্যরাত পর্যন্ত৷
https://wbpsc.gov.in/Download?param1=Cur_20200709151717_Advt132020.pdf&param2=advertisement লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷
লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল
https://jibikadishari.co.in/?p=16126AMP
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 13:10:20
Privacy-Data & cookie usage: