পিএসসি মিসলেনিয়াস, ২০১৮ লিখিত পরীক্ষার  ফলপ্রকাশ 

2041
0
WB Exam Result Stop

রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট পরীক্ষা, ২০১৮-র লিখিত অংশের সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করল পিএসসি। মোট ৩৯২০ জন সফল প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সফল প্রার্থীদের পার্সোন্যালিটি টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। কল লেটার ডাউনলোডের তারিখ কিছুদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।

পার্সোন্যালিটি টেস্ট-এর দিন প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় মূল ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে। সফল প্রাথীদের তালিকার পাশাপাশি রাজ্য সরকারের কোন-কোন পদের জন্য কত সংখ্যক শূন্যপদ,তারও একটি তালিকা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী প্রাথীদের কাট-অফ মার্কসও দেখে নিতে পারবেন।

সফল প্রাথীদের ফলাফল দেখার ওয়েব লিঙ্ক: https://wbpsc.gov.in/Download?param1=20200604174229_Listofqualifiedcands_web_m.pdf&param2=advertisement

 

WBPSC, PSC, PSC Miscellaneous Exam, PSC Miscellaneous Result