পিএসিসির সিভিল সার্ভিস প্রিলিঃ ই-অ্যাডমিট কার্ড ও অন্যান্য নির্দেশ

888
0
wbpsc exam postponed

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিঃ) এটসেট্রা (প্রিলিমিনারি) এগজামিনেশন ২০১৯ হবে আগামী ৯ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত, সেকথা আমরা আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=9314)। ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে পিএসসির ওয়েবসাইট (http://www.pscwbapplication.in) থেকে। আলাদা করে কাউকে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। অ্যাডমিট কার্ডে কোনো ত্রুটি ধরা পড়লে অবিলম্বে তা মেরামতির জন্য কমিশনকে জানাবেন, প্রমাণ সহ। পরীক্ষার হলে এই অ্যাডমিট কার্ডের প্রিন্ট-আউট ছাড়াও নিয়ে যেতে হবে কোনো সচিত্র পরিচয় পত্র ও নিজের একই ফটোর দুটি স্ট্যাম্প সাইজের কপি। আর নিয়ে যাবেন কালো কালির বলপয়েন্ট কলম।

কমিশনের এই বিজ্ঞপতিটি দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2679396