কেন্দ্রীয় সরকারের ৮ সশস্ত্র পুলিশ বাহিনীতে ৫৪৯৫৩ জন কনস্টেবল (জিডি)/রাইফেলম্যান নিয়োগের অনলাইন আবেদন শুরু হয় ২৫ জুলাই, স্টাফ সিলেকশন কমিশনের নতুন ওয়েবসাইটে। কিন্তু আবেদনের এককালীন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় নতুন ওয়েবসাইটের ওপর চাপ অত্যন্ত বেড়ে যাওয়ায় মন্থর হয়ে পড়ে। ওয়েবসাইটের অনলাইন কার্যক্ষমতা বাড়ানোর জন্য কমিশন আবার সময় নেওয়া প্রয়োজন বোধ করছে, এবং এই মেরামতির কাজের জন্য আপাতত রেজিস্ট্রেশন তথা আবেদন প্রক্রিয়া বন্ধ রেখেছে। ২৮ জুলাই থেকে ২০ দিন অর্থাৎ ১৬ আগস্ট পর্যন্ত নতুন রেজিস্ট্রেশন তথা আবেদন বন্ধ থাকবে। ১৭ আগস্ট সকাল ১০টা থেকে আবার শুরু হবে। ২৮ জুলাইয়ের এক বিজ্ঞপ্তিতে (No: 3/2/2017–P&P-I) একথা জানানো হয়েছে। বলা হয়েছে, ইতিমধ্যে যাঁরা রেজিস্ট্রেশন বা আবেদন করেছেন তাঁদের নতুন করে পরে সেই কাজ আবার করতে হবে না, তাঁদের সমস্তকিছু সুরক্ষিত আছে। যাঁরা রেজিস্ট্রেশন করেছেন তাঁরা ১৭ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইন আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখও বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে, অফলাইন পেমেন্ট যাঁরা করতে চাইবেন তাঁরা ১৭ সেপ্টেম্বর ৫টার মধ্যে চালান ডাউনলোড করে রাখলে ২০ সেপ্টেম্বর স্টেট ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে ফি জমা দিতে পারবেন। মূল বিজ্ঞপ্তির আর সমস্ত তথ্য যেমন ছিল তেমনই থাকবে। স্টাফ সিলেকশন কমিশনের নতুন এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:
http://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_CTGD_28072018.pdf