পুরসভায় দেড়হাজারের বেশি পদে আবেদনের তারিখ ফের বেড়ে ৩০ জুন

893
0
KMC, KMC Job, WB Job, West Bengal Jobs

কলকাতা পুরসভায় (KMC) একাধিক বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগের জন্য যে আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছিল, তার তারিখ বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছিল। লকডাউন পরিস্থিতির কারণে আবেদনের তারিখ ফের বাড়িয়ে ৩০ জুন, ২০২০ পর্যন্ত করা হল।

নিচে উল্লেখ করা বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে, যেগুলির আবেদনের শেষ তারিখ ১৫ মে পর্যন্ত ছিল, তা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ জুলাই, ২০২০। পুরো আবেদন প্রক্রিয়া শেষ করার তারিখ বাড়িয়ে করা হল ২ জুলাই, ২০২০।

যাঁরা আবেদন করেননি, এখন করতে চান তাঁদের জন্য জানাই, মূল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী

১) ৮৫৮ জন ‘কনজার্ভেন্সি মজদুর’ নেবে কলকাতা পুরসভা (কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন)। এই নিয়োগের Advertisement No 11 of 2020. বাংলা ও ইংরেজি সহ মাতৃভাষা (হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া) লিখতে-পড়তে জানা পুরুষ-মহিলারা ১-১-২০২০ তারিখের হিসাবে ১৮ থেকে ৪০-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। এব্যাপারে আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15055

২) কলকাতা পুরসভার ৭৯ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল) ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে। আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15090

৩) কলকাতা পুরসভায় ২৫ জন ফিল্ড ওয়ার্কার ও জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: ০৯/২০২০। যোগ্যতা: সরকার স্বীকৃত কোনো স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ। আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15070

৪) কলকাতা পুরসভার বিভিন্ন শৌচাগার পরিষ্কার করা ও রাস্তাঘাটে পশুদের বিভিন্ন নোংরা পরিষ্কার করার কাজে ৯০ জন পরিবেশবন্ধু ও রাস্তাঘাটে ছোট-বড় পশুপাখির মৃতদেহ সরিয়ে নিয়ে যাবার কাজের ৩ জন ডোম নেওয়া হবে। এই নিয়োগের Advertisement No 12 of 2020. দুই পদের জন্যই শারীরিক ভাবে উপযুক্ত ও সক্ষমতা থাকা এবং বাইরের কাজে সহজ স্বচ্ছন্দ দক্ষতা থাকা দরকার। পুরুষ, মহিলা সকলেই আবেদন করতে পারেন। আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15059

এছাড়াও টিচার (ইংরেজি/উর্দু/হিন্দি), মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, স্টাফ নার্স ইত্যাদি নিয়োগের জন্যও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।

 

 

 

KMC, KMC Jobs, Municipal Service Commission,