পুরুলিয়ার কলেজে ক্লার্ক, পিওন, সুইপার

1498
0
Panchokot College

পঞ্চকোট মহাবিদ্যালয়ে ৩ জন ক্লার্ক, পিওন ও সুইপার নিয়োগ করা হবে।

শূন্যপদ ও যোগ্যতা: ক্লার্ক: শূন্যপদ ১ (তপশিলি জাতি)। অষ্টম শ্রেণি পাশ বা সমতুল সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। পিওন: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। অষ্টম শ্রেণি পাশ। কম্পিউটারের জ্ঞান বাঞ্ছনীয়। সুইপার (পার্ট টাইম): শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

আবেদনের পদ্ধতি: পিওন সুইপার পদের জন্য www.panchakotmv.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৭ সেপ্টেম্বর বিকাল ৪টে পর্যন্ত।

ক্লার্ক পদের জন্য নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে, উপরোক্ত ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করে পূরণ করে ৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখ বিকেল চারটের মধ্যে পাঠাতে হবে ‘Panchakot Mahavidyalaya, Sarbari, PO Neturia, Dist Purulia, Pin-723121’ ঠিকানায়। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।