পুরুলিয়ায় গ্রামীণ রোজগার সেবক

957
0
Purulia, Purulia Job, West Bengal Recruitment

পুরুলিয়া জেলায় গ্রাম রোজগার সেবক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – ??????? পুরুলিয়ার বেক ও গঙ্গাবাদ গ্রামের জন্য এই গ্রাম রোজগার সেবক নিয়োগ হবে।

শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স এবং অঙ্ক সহ সায়েন্স বা ভোকেশনাল শাখায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া কাশিপুর ডেভেলপমেন্ট ব্লকের বাসিন্দা হতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর।

মাসিক ভাতা: মাসিক ভাতা হবে ১২ হাজার টাকা।

আবেদন: আগামী ৩১ জুলাই, ২০১৯ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন পত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি, রেসিডেন্সিয়াল প্রফ সমস্ত কিছুর নিজের অ্যাটেস্টেড করা কপি ৫ টাকার স্ট্যাম্প সাঁটানো নিজের ঠিকানা লেখা খাম, একটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে।

আবেদনপত্র জমা দিতে হবে কাশিপুর ডেভেলপমেন্ট ব্লকের ড্রপ বক্সে।

আবেদন পত্রের নমুনা ডাউনলোড লিঙ্ক: http://www.purulia.gov.in/services/notice/employment/employment_NREGA_13.pdf

 

Purulia, Purulia Job, West Bengal Recruitment