পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জেলা স্বাস্থ্য ভবন পুরুলিয়াতে ১৪ জন মেডিকেল অফিসার ও স্টাফ নার্স নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে৷ এই নিয়োগের মেমো নম্বর: ৩৪৷ দু মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে৷
শূন্যপদ, যোগ্যতা, বয়স ও পারিশ্রমিক: ক্রমিক সংখ্যা ১: মেডিকেল অফিসার স্পেশ্যালিস্ট: শূন্যপদ ৪, এমসিআই স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস পাশ, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে, উচ্চতর যোগ্যতা থাকলে অগ্রাধিকার৷ বয়সের ঊধ্র্বসীমা ৪০ বছর, পারিশ্রমিক প্রতি মাসে ৫০০০০ টাকা৷
ক্রমিক সংখ্যা ২: মেডিকেল অফিসার জিডিএমও: শূন্যপদ ৪, এমসিআই স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে, উচ্চতর যোগ্যতা থাকলে অগ্রাধিকার৷ বয়প্সের ঊধ্র্বসীমা ৪০ বছর, পারিশ্রমিক প্রতি মাসে ৪০০০০ টাকা৷
ক্রমিক সংখ্যা ৩: স্টাফ নার্স: শূন্যপদ ৬, যোগ্যতা: ১.ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে জিএনএম ট্রেনিং কোর্স অথবা বিএসসি নার্সিং ২. ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত এবং ৩. স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে৷ বয়সের ঊধ্র্বসীমা ৪০ বছর, পারিশ্রমিক প্রতি মাসে ১৭২২০ টাকা৷
ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: ইন্টারভিউ হবে আগামী ২০ এপ্রিল সকাল ১১টা থেকে৷ ঠিকানা: Office of the CMOH & Secretary, DH&FWS, Ranchi Road, Purulia.
ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স নিয়ে যেতে হবে৷
https://drive.google.com/file/d/1jsfTnAUFwQwGjdCi_PpRkIRqVYmpxiIj/view লিঙ্কে গিয়ে আবেদনপত্রের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷