পুরুলিয়া ও নদিয়ার স্কুলে-কলেজে চাকরি

564
0
Teacher Recruitment

পুরুলিয়ার স্কুলে চাকরি

১ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত শর্ট টার্ম লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএস (পাস) ওবিসি এ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সহ ২৬ জুন ২০১৯ সকাল ১০টায় সরাসরি উপস্থিত হতে হবে। ঠিকানা: Keshargarh S K Vidyapith, PO Rakab, Block: Hura, Dist: Purulia.

 

নদিয়ার বিএড কলেজে চাকরি

ছাপড়া তিলকপুরের ভক্তবালা বিএড কলেজে বাংলা বিষয়ের জন্য টিচার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। এনসিটিই-র নিয়ম অনুযায়ী যোগ্যতা। ইন্টারভিউ হবে ডব্লুবিইউটিটিইপিএ ক্যাম্পাসে। বিস্তারিত জানতে ফোন নম্বর: ৯৪৭৫১৮২২৪৯।