পুলিশে সাব-ইনস্পেক্টর/লেডি সাব-ইনস্পেক্টরের অ্যাডমিট ১৬ জুলাই

679
0
WB SI

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সাব-ইনস্পেক্টর ও লেডি সাব-ইনস্পেক্টর নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে সেকথা আমরা আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=5248)। পরীক্ষা নেওয়া হবে আগামী ২৯ জুলাই, ২০১৮ বেলা ১২ টা থেকে বেলা ১.৩০ পর্যন্ত। সমস্ত প্রার্থীদের কাছে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে এসএমএস পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রার্থীরা ১৬ জুলাই, ২০১৮ থেকে  ওয়েবসাইটের লিঙ্কে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে আবেদন যাঁরা করেছেন তাঁদের আলাদা করে কোনো অয়াডমিট কার্ড পাঠানো হবে না, রিক্রুটমেন্ট বোর্ডের অফিস থেকেও পাওয়া যাবে না, ওই ডাউনলোড করা ই-অ্যাডমিট কার্ডেরই প্রিন্ট-আউট নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে।

অ্যাডমিট ডাউনলোড লিঙ্ক:   http://policewb.gov.in/

ই-অ্যাডমিট কার্ড ডাউনলোডের এই বিজ্ঞপ্তি দেখা যাবে পশ্চিম বঙ্গ পুলিশের এই লিঙ্কে: http://policewb.gov.in/wbp/recruit/si-2018/English-Notice-120718.pdf