পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির ৬ স্কুলে চাকরি

1359
0

পূর্ব বর্ধমানের স্কুলে চাকরি
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স/ পিজি তপশিলি জাতি শিক্ষিকা চাই। বিএড অগ্রগণ্য। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ২৪ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, সেহারাবাজার রাধারানী বালিকা বিদ্যালয়, গ্রাম+পিও সেহারা, জেলা-পূর্ব বর্ধমান, পিন-৭১৩৪২৩। মোবাইল নম্বর: ০৩৪৫১২৫৩৬৫০/ ৯১৫৩৩০৪৩৬৪।
  • ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন সহ শিক্ষক/ শিক্ষিকা নিয়োগ করা হবে। ১) পিওর সায়েন্স পাস স্নাতক তপশিলি জাতি। ২) কর্মশিক্ষা পাস স্নাতক অসংরক্ষিত। দুক্ষেত্রেই বিএড বাধ্যতামূলক। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৪ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, বিশ্বরম্ভা বিদ্যাপীঠ, গ্রাম+পোঃ বিশ্বরম্ভা, জেলা পূর্ব বর্ধমান, পিন-৭১৩৫১৩।
দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত কম্বিনেশনে ইংরেজি সহ পাস গ্র্যাজুয়েট ট্রেনিংপ্রাপ্ত তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৪ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, G N Hari Narayani Vidyapith (HS), Vill Naliakhali, PO Herobhanga, PS Canning, Dist South 24 Pgs, Pin-743329.
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে অস্থায়ী শূন্যপদে বাংলায় বিএ পাস বিএড ওবিসি বি সহ শিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৪ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সভাপতি, রায়বাঘিনী হাই স্কুল (উঃমাঃ), পোঃ পশ্চিম দিঘীর পাড়, ক্যানিং-১, দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭৪৩৩২৯।
হাওড়ার স্কুলে চাকরি
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিংপ্রাপ্ত অসংরক্ষিত ইসি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৪ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Bargram Anchal Vidyapith (HS), Vill+PO Bargram, PS Shyampur, Dist Howrah, Pin-711312. মোবাইল নম্বর: ৯৭৩৩৫৩৬১৬২।
হুগলির স্কুলে চাকরি
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি বায়োসায়েন্স পাস তপশিলি জাতি অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৭ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Member Secretary, Krishnabati Jr High School, PO Kulbatpur, PS Pursurah, Dist Hooghly, Pin-712414.