পূর্ব-মধ্য রেলে ২২৩৪ অ্যাপ্রেন্টিস ট্রেনি

1120
0
nfr railway apprentice 2022

পূর্ব-মধ্য রেলে ২২৩৪ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। নোটিফিকেশন নম্বর: RRC/ECR/HRD/Act.App./02/2018.

শূন্যপদ: দানাপুর ডিভিশন: মোট শূন্যপদ ৭০২। ক্রমিক সংখ্যা ১: ফিটার: শূন্যপদ ২১০ (অসংরক্ষিত ১০৬, ওবিসি ৫৭, তপশিলি জাতি ৩১, তপশিলি উপজাতি ১৬)। ক্রমিক সংখ্যা ২: ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৩: মেকানিক (ডিজেল): ৩৮ (অসংরক্ষিত ১৯, ওবিসি ১০, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। ক্রমিক সংখ্যা ৪: রেফ্রিজেরেশন অ্যান্ড এসি মেকানিক: ৭৬ (অসংরক্ষিত ৩৮, ওবিসি ২১, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৬)। ক্রমিক সংখ্যা ৫: ফোর্জার অ্যান্ড হিট ট্রিটার: ২৪ (অসংরক্ষিত ১২, ওবিসি ৬, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। ক্রমিক সংখ্যা ৬: কার্পেন্টার: ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৭: ইলেক্ট্রনিক মেকানিক: ১৪৪ (অসংরক্ষিত ৭৩, ওবিসি ৩৯, তপশিলি জাতি ২২, তপশিলি উপজাতি ১০)। ক্রমিক সংখ্যা ৮: পেইন্টার (জেনারেল): ১৬ (অসংরক্ষিত ৯, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৯: ইলেক্ট্রিশিয়ান: ১৪৮ (অসংরক্ষিত ৭৫, ওবিসি ৪০, তপশিলি জাতি ২২, তপশিলি উপজাতি ১১)। ক্রমিক সংখ্যা ১০: ওয়্যারম্যান: ২৬ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)।

ধানবাদ ডিভিশন: মোট শূন্যপদ ১৬২। ফিটার: ৪২ (অসংরক্ষিত ২১, ওবিসি ১২, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। ক্রমিক সংখ্যা ২: টার্নার: ২৩ (অসংরক্ষিত ১২, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ক্রমিক সংখ্যা ৩: মেশিনিস্ট: ৭ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ৪: কার্পেন্টার: ৭ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ৫: ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৪৫ (অসংরক্ষিত ২৩, ওবিসি ১২, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩)। ক্রমিক সংখ্যা ৬: মেকানিক ডিজেল: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৭: ওয়্যারম্যান: ২২ (অসংরক্ষিত ১১, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)।

মুঘলসরাই ডিভিশন: মোট শূন্যপদ ৯৩২। ক্রমিক সংখ্যা ১: ফিটার: ৫২০ (অসংরক্ষিত ২৬৩, ওবিসি ১৪০, তপশিলি জাতি ৭৮, তপশিলি উপজাতি ৩৯)। ক্রমিক সংখ্যা ২: মেশিনিস্ট: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ৩: ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৩০ (অসংরক্ষিত ১৫, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিশিয়ান: ৪০ (অসংরক্ষিত ২০, ওবিসি ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। ক্রমিক সংখ্যা ৫: এমএমটিএম: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৬: টার্নার: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ৭: ওয়্যারম্যান: ৭০ (অসংরক্ষিত ৩৫, ওবিসি ১৯, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৫)। ক্রমিক সংখ্যা ৮: রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ক্রমিক সংখ্যা ৯: ইলেক্ট্রনিক্স মেকানিক: ১৬০ (অসংরক্ষিত ৮১, ওবিসি ৪৩, তপশিলি জাতি ২৪, তপশিলি উপজাতি ১২)। ক্রমিক সংখ্যা ১০: মেকানিক ডিজেল: ৮০ (অসংরক্ষিত ৪০, ওবিসি ২২, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬)।

সমস্তিপুর ডিভিশন: মোট শূন্যপদ ৮২। ক্রমিক সংখ্যা ১: ফিটার ১৬ (অসংরক্ষিত ৮, ওবিসি ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ২: টার্নার: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ৩: ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিশিয়ান: ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৫: ইলেক্ট্রনিক্স মেকানিক: ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৬: পেইন্টার (জেনারেল): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৭: কার্পেন্টার: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৮: মেকানিক ডিজেল: ২৩ (অসংরক্ষিত ১২, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ক্রমিক সংখ্যা ৯: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (সিপি): ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)।

প্ল্যান্ট ডিপো/ মুঘলসরাই: মোট শূন্যপদ ১৩৭। ক্রমিক সংখ্যা ১: ফিটার: শূন্যপদ ৬০ (অসংরক্ষিত ৩০, ওবিসি ১৬, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৪)। ক্রমিক সংখ্যা ২: মেশিনিস্ট: ১৩ (অসংরক্ষিত ৭, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৩: ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ১৩ (অসংরক্ষিত ৭, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিশিয়ান: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ৫: মেশিনিস্ট/ গ্রাইন্ডার: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৬: টার্নার: ১৩ (অসংরক্ষিত ৭, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৭: মেকানিক এমভি: ৯ (অসংরক্ষিত ৫, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৮: মেকানিক ডিজেল: ৯ (অসংরক্ষিত ৫, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

মেকানিক্যাল ওয়ার্কশপ/ সমস্তিপুর: মোট শূন্যপদ ১১০। ক্রমিক সংখ্যা ১: ফিটার: ৫৫ (অসংরক্ষিত ২৮, ওবিসি ১৫, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪)। ক্রমিক সংখ্যা ২: মেশিনিস্ট: ১১ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৩: ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৩৫(অসংরক্ষিত ১৭ ওবিসি ১০, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)। ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিশিয়ান: ৯ (অসংরক্ষিত ৫, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপ/ হরনাথ: মোট শূন্যপদ ১১০। ক্রমিক সংখ্যা ১: ফিটার: ৭৪ (অসংরক্ষিত ৩৭, ওবিসি ২০, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৬)। ক্রমিক সংখ্যা ২: মেশিনিস্ট: ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৩: ওয়েল্ডার: ১৬ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিশিয়ান: ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

বয়সসীমা: ১১ ডিসেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে।

ট্রেনিংয়ের সময়সীমা স্টাইপেন্ড: অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.rrcecr.gob.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। এছাড়া সরাসরি http://www.recruitmentweb.org/Login.aspx#! লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে সোমবার থেকে শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে ০৬১২-২৫৬০০২৯/ ২৫৬০০৩৫ নম্বরে ফোন করতে পারেন। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।