পূর্ব মেদিনীপুরের স্কুলে চাকরি

767
0

ডেপুটেশন ভ্যাকান্সিতে ইতিহাসে বিএ পাশ অসংরক্ষিত ট্রেনিংপ্রাপ্ত মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই।

যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২২ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The Administrator/Teacher-in-charge, Bhimeswari Balika Vidyapith (High), PO Bhimeswari Bazar, Dist Purba Medinipur, Pin-721458.

……………………………………………………………………………………………………………………………………………………………………..

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি (বায়ো), বিএড ওবিসি এ অ্যাসিস্ট্যান্ট টিচার চাই।

যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ২২ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The Administrator of Maisali Trailokya Vidyapith (HS), PO Dhangaon, Block Contai-I, Dist Purba Medinipur, Pin-721401.

……………………………………………………………………………………………………………………………………………………………………..

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে ওয়ার্ক এডুকেশনে বিএ/ বিএসসি পাশ ট্রেনিংপ্রাপ্ত তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই।

যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২২ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The Administrator, Barhat SN Banipith (HS), PO Barhat, PS- Patashpur, Purba Medinipur, 721454.

……………………………………………………………………………………………………………………………………………………………………..

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে তিনজন পুরুষ/ মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই।

১) ইংরেজিতে বিএ পাশ ট্রেনিংপ্রাপ্ত ওবিসি বি।

২) সংস্কৃতে বিএ পাশ ট্রেনিংপ্রাপ্ত অসংরক্ষিত।

৩) কেমিস্ট্রিতে অনার্স/ পিজি ট্রেনিংপ্রাপ্ত তপশিলি জাতি।

যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট প্রত্যয়িত জেরক্স সহ ২২ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The Headmaster cum Secretary, Dubda Deshapran Birendra Vidyapith (HS), PO Dubda, PS Egra, Dist Purba Medinipur, PIn-721448.