পূর্ব মেদিনীপুর আদালতে পেশকার, স্টেনো, পিওন পদে অবসরপ্রাপ্তদের জন্য

918
0
WB Govt Job Recruitment 2024

পূর্ব মেদিনীপুর আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টগুলির অতিরিক্ত জেলা জজের জন্য ১ জন পেশকার, ২ জন স্টেনোগ্রাফার ও ৩ জন পিওন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। কেবলমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই পুনর্নিয়োগের সুযোগ নিতে পারেন। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই নিয়োগ হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা ৬২-র মধ্যে বয়স হলে আগামী ১৭ মার্চ তমলুক আদালত চত্বরে (ভার্নাকুলার ডিপার্টমেন্ট) বিকেল সাড়ে চারটেয় সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে পারেন। ৬২ বছর হয়ে গেলে নিয়োগেও রদ হবে। বয়সের প্রমাণ, পিপিও, কর্মক্ষমতার ডাক্তারি শংসাপত্র ইত্যাদি প্রাসঙ্গিক প্রমাণ সঙ্গে নিয়ে যেতে হবে। ২৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি (Memo No. 1137 (3)/XIV-1 Dated 24.02.2020) দেখা যাবে এই লিঙ্কে:

https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2622