পূর্ব মেদিনীপুর ও কলকাতার ২ স্কুলে এবং কোচবিহারের কলেজে চাকরি

1268
0
Teacher Recruitment

পূর্ব মেদিনীপুরের স্কুলে চাকরি

৭ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে ভূগোল সহ বিএ পাশ ওবিসি বি মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট প্রত্যয়িত জেরক্স সহ ৭ জুলাই ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Administrator, Kulbari Joy Chandi Balika Vidyalaya, PO Bar Simulbari, PS Chandipur, Dist Purba Medinipur, Pin 721659.

 

কলকাতার স্কুলে চাকরি

ডাফ প্রাইমারি গালর্স’ স্কুলে ১৩ জন মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল এবং দু বছরের ডিএলএড। ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে, পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। যাবতীয় প্রমাণপত্রাদির (আধার কার্ড সহ) দুসেট স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে দিয়ে ১২ জুলাই ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

 

কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি

কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভিজিটিং ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। নিয়োগ হবে সিএসই, ইসিই, ইই, এমই, সিই ও কেমিস্ট্রি বিষয়গুলিতে। যোগ্যতা– ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নর্মস অনুযায়ী সংশ্লিষ্ট ডিসিপ্লিনে এমই/ এমটেক/ এমএসসি। ১৫ জুলাই ২০১৯ তারিখের মধ্যে বায়োডেটা পাঠাতে হবে ইমেল করে, principalofficecgec@gmail.com আইডিতে।