পূর্ব মেদিনীপুর ও মালদার ২ স্কুলে চাকরি

1443
0
Teacher Recruitment

পূর্ব মেদিনীপুরের স্কুলে চাকরি

৩ জানুয়ারি ২০২০ পর্যন্ত মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে বিপিএড সহ পাস গ্র্যাজুয়েট অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৮ জুলাই ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Administrator Pichalda High School, PO Ashutiabarh, Purba Medinipur, 721659.

 

মালদার স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে জিওগ্রাফি সহ বিএ বিএড তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ২৮ জুলাই ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Dariapur Imampur Barambol High School, PO Galimpur, Chanchal, Malda, Pin 732126.