পূর্ব রেলে ২৭৯২ অ্যাপ্রেন্টিস পদের আবেদনের তারিখ আবার বদলাল

598
0
nfr railway apprentice 2022

পূর্ব রেলে ২৭৯২ অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অনলাইনে আবেদনের তারিখ আবার বদলানো হয়েছে নতুন তারিখ ৫ মার্চ বেলা ১০টা থেকে ৪ এপ্রিল বিকেল সাড়েছটা পর্যন্ত এর আগেও বাড়িয়ে করা হয়েছিল ২১ ফেব্রুয়ার থেকে ২০ মার্চ পর্যন্ত (http://139.99.53.236:8080/rrcer/Corrigendum%20-%20Act%20Appr.%202019-20-converted.pdf)

এবারের তারিখ বদলানোর এই দ্বিতীয় সংশোধনীটি দেখা যাবে এই লিঙ্কে:

http://139.99.53.236:8080/rrcer/Corrigendum%20-%202%20-%20Act%20Appr.%202019-20-converted.pdf

যাঁরা এখনও আবেদন করেননি তাঁরা দেখে নিতে পারেন মূল খবরের বিস্তারিত, আমাদের এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=14458