পোস্টম্যান, মেলগার্ড পদের অ্যাডমিট কার্ড

1340
0
Postman Mailguard Admit Card, WB Postal Recruitment

দেওয়া শুরু হল  পশ্চিমবঙ্গের পোস্টম্যান, মেলগার্ড পদের অ্যাডমিট কার্ড।  মোট ২৩৯টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ১৫ জুন, ২০১৮ তারিখ।  প্রার্থীরা নিজেদের রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অব বার্থ (DDMMYYYY) দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড হতে সমস্যা হলে কিছুক্ষণ পরে চেষ্টা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জন্ম-তারিখ কোনো সমস্যা হলে ভালো করে আবেদন পত্রের দেওয়া তারিখ মিলিয়ে তবে ইনপুট দেবেন। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

ডাউনলোড লিঙ্ক – http://pmgwbrecruit.in/wbpmgjune18/cloeb_aug18/login.php?appid=f1a0d5c2656fcb527edfef07479825c2