কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ১০ প্রকল্প কর্মী

6382
0

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ১০ জন প্রোজেক্ট লিঙ্কড পার্সোনেল নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ASU/2020/126/RCB/Advt NTR.

পদের নাম, শূন্যপদ, যোগ্যতা ও পারিশ্রমিক: প্রোজেক্ট লিঙ্কড পার্সোনেল (ডক্টরাল ফেলো কাম লেকচারার/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের সমতুল), শূন্যপদ ৩, পিএইচডি (কম্পিউটার সায়েন্স/ ফিজিক্স), পারিশ্রমিক ৬৫০০০-১২০০০০ টাকা।

প্রোজেক্ট লিঙ্ক পার্সোনেল (ডক্টরাল ফেলোর পদের সমতুল), শূন্যপদ ৩, পিএইচডি (ম্যাথমেটিক্স/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) সঙ্গে ক্রিপটোলজি/ কোডিং থিওরিতে স্পেশ্যালাইজেশন, পারিশ্রমিক ৩৯০০০-৬৫০০০ টাকা।

প্রোজেক্ট লিঙ্কড পার্সোনেল (সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার পদের সমতুল), শূন্যপদ ২, কম্পিউটার সায়েন্সে বিই/ বিটেক, এমই/ এমটেক সঙ্গে ক্রিপ্টো/ সিকিউরিটি সম্পর্কিত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা, পারিশ্রমিক ৩২০০০-৬৫০০০ টাকা।

প্রোজেক্ট লিঙ্কড পার্সোনেল (জুনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার), শূন্যপদ ২, কম্পিউটাপ সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে বিই/ বিটেক বা সমতুল, পারিশ্রমিক ২৫০০০-৩৯০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: পোস্টের নাম সহ বায়োডেটা পাঠাতে হবে rcbose@isical.ac.in ইমেল আইডিতে, কপি পাঠাতে হবে plp.coec@gmail.com–এ, মেল করতে হবে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে।

পদগুলির জন্য বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://web.isical.ac.in/jobs

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল