প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল, শীর্ষে মেয়েরা

1053
0
Result, Recent Result Out

আজ, বৃহস্পতিবার প্রকাশিত হল সিবিএসই-র হায়ার সেকেন্ডারি, ২০১৯ পরীক্ষার ফল। এ বছর সারা দেশে মোট পাশের হার ৮৩.৪ শতাংশ যেখানে গত বছর ছিল ৮৩.০১ শতাংশ।

এবারের মেয়েদের সাফল্যের নজির ছেলেদের তুলনায় বেশি। গাজিয়াবাদের দিল্লি পাবলিক স্কুলের হানসিকা শুক্লা এবং মজফফরনগরের এসডি পাবলিক স্কুলের করিশ্মা অরোরা যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন। দুজনেরই প্রাপ্ত নম্বর ৫০০-এ মধ্যে ৪৯৯।  সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে মেয়েদের পাশের হার ৮৮.৭ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৭৯.৪ শতাংশ। পাশের হারের দিক থেকে  সারা দেশের মধ্যে যে তিনটি শহর শীর্ষস্থানে রয়েছে ত্রিবান্দ্রম  (কেরালা ), চেন্নাই ও দিল্লি।

ওয়েবসাইটে সরাসরি ফল দেখার লিঙ্ক: http://cbseresults.nic.in/class12/Class12th19.htm

 

CBSE, CBSE Exam Result,