রাজ্যের পূর্বতন স্টাফ সিলেকশন কমিশনের আয়োজিত ২০১৫-১৬ সালের এলডিএ/এলডিসি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হল (No : A- 112 -P.S.C.(A) Dated : The 4th September,2018)।
পশ্চিম বঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষার ফল প্রকাশ করে জানিয়েছে, কাউকে তারা ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে জানাবে না।
সফল প্রার্থীদের কাদের কোন দপ্তরের জন্য নিয়োগের সুপারিশ করে পাঠানো হয়েছে তার তালিকা দেখা যাবে সরাসরি এই লিঙ্কে ক্লিক করে: https://www.pscwbonline.gov.in/docs/2644042
নিয়োগের সুপারিশ করা হয়েছে মোট ১১২৩ জনের।
বিভাগ অনুযায়ী:
নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস-এ ৮২৮ জন,
ক্রেতা সুরক্ষা দপ্তরে (মির্জা গালিব স্ট্রিট) ৩৭ জন,
উচ্চশিক্ষা দপ্তরে (সল্ট লেক, বিকাশ ভবন ৬ষ্ঠ তল) ৩৮ জন,
অর্থ (রাজস্ব) দপ্তরে (নবান্ন) ১৯,
বন দপ্তরে (অরণ্য ভবন, সল্ট লেক সেক্টর-৩) ৩,
সেচ ও জলপথ বিভাগে (বিধান নগরে জলসম্পদ ভবনে) ১০,
নারী ও শিশুবিকাশ ও সমাজকল্যাণ দপ্তরে (সল্ট লেকে বিকাশ ভবন ১০ম তল) ৪৯,
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দপ্তর (সল্ট লেক সেক্টর-১, ময়ূখ ভবন ৪র্থ তল) ৮,
যুব পরিষেবা দপ্তর (নব মহাকরণ ৩য় তল) ২৫,
কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ (রাজারহাট নিউ টাউন) ২,
সংশোধনমূলক প্রশাসন বিভাগ (জেশপ বিল্ডিং ১ম তল) ৫,
কৃষি বিপণন দপ্তর (মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবন ৪র্থ তল) ৫,
উচ্চশিক্ষা (কারিগরি) দপ্তর (বিকাশ ভবন ৬ষ্ঠ তল) ৮।
এছাড়াও আঞ্চলিক নিয়োগ পর্যায়ে আছে:
বিদ্যালয় শিক্ষা দপ্তর (বিকাশ ভবন ৬ষ্ঠ তল) ৩৬,
মৎস্য দপ্তর (বেনফিশ টাওয়ার ৮ম তল, সল্ট লেক সেক্টর-১) ৭,
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দপ্তর (সল্ট লেক সেক্টর-১, ময়ূখ ভবন ৪র্থ তল) ২৬,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর (সল্ট লেক সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবন) ২৫ জন।