Site icon জীবিকা দিশারী

প্রধান শিক্ষক নিয়োগের পর নবম-দ্বাদশ শ্রেণির নিয়োগ

Higher Secondary Exam, HS Exam

প্রধান শিক্ষক পদে নিয়োগের পরে নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগের কাজ শুরু করবে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। পুজোর আগেই একটি খবরে জীবিকা দিশারীতে জানানো হয়েছিল, ৫ অক্টবরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি, আধা-সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাইমারি  সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্কুলের শূন্যপদের তালিকা পুনর্নির্মাণ এবং সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী জেলা বিদ্যালয় পরিদর্শকদের রিপোর্ট দিতে বলা হয়েছিল। সেরকমভাবে রিপোর্ট জমা পড়ে এবং পর্যালোচনা করা হয়। তাতে যে বিষয়টি এখন সামনে এসে দাঁড়িয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণি বা অন্যান্য স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবার আগে প্রধান শিক্ষক পদে নিয়োগ সম্পূর্ণ করা হবে। ২০১২ সালের পর গত বছর প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পরীক্ষা হয়। এ বছর মাঝামাঝিতে ফল প্রকাশ হয়েছিল, মোট শূন্যপদ ছিল ২২৪০। এখন দেখা যাচ্ছে অধিকাংশ স্কুলে প্রধান শিক্ষক পদ খালি থাকায়, ভারপ্রাপ্ত পদাধিকারীদের দিয়ে কাজ চালানোর জন্য সংশ্লিষ্ট স্কুলগুলিতে শূন্যপদে যখন নতুন প্রার্থীদের পাঠানো হবে তার আগে প্রধান শিক্ষকদের নিয়োগের প্রয়োজনীয়তা বেশি বলে মনে করছে স্কুল সার্ভিস কমিশন।

আগামী মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যেটুকু জানা গেছে, তাতে প্রধান শিক্ষক পদে যে ডকুমেন্ট ভেরিফিকেশন  চলছিল তা শেষ হয়ে গিয়েছে। এর ঠিক পরেই একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করা হবে।

Exit mobile version