প্রশ্নপত্র ফাঁস রুখতে পরীক্ষার হলেই ছাপা হবে প্রশ্নপত্র

424
0

পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে এবং পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নানান চিন্তাভাবনা শুরু করেছে সিবিএসই বোর্ড। এ জন্য সাত সদস্যের একটি কমিটিও গঠিত হয়েছে। যেখানে প্রশ্নপত্র ফাঁস রুখতে আধুনিক প্রযুক্তির সাহা্য্যে পরীক্ষা নিতেই তৈরি হচ্ছে বোর্ড। সারা দেশের বিভিন্ন প্রান্তে ছাপা প্রশ্ন পাঠানোর পরিবর্তে পরীক্ষার কয়েক ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রেই প্রশ্ন ছেপে সরাসারি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এ জন্য পরীক্ষা কেন্দ্রেই থাকবে কম্পিউটার, প্রিন্টার ও কম্পিউটার বিশেষজ্ঞ। রাখা হবে প্রয়োজনীয় জেনারেটর, অবিচ্ছেদ্য বিদ্যুৎ পরিষেবা দেবার জন্য। এই ব্যবস্থার ফলে বাইরে থেকে প্রশ্ন পাঠানো এবং তা বিলি করার মধ্যে যে ফাঁকফোকর দিয়ে প্রশ্ন ফাঁসের সুযোগে থাকে তা রোধ করা যাবে। সেই সঙ্গে থাকবে বিশেষ কোড বা প্রতিটি প্রশ্নপত্রে থাকবে ওয়াটার মার্ক। সেক্ষেত্রে কোনোরকম ভাবে প্রশ্ন ফাঁস হলেও তা দ্রুত ধরে ফেলা যাবে কোন কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস হয়েছে। কোড নম্বরই বলে দেবে কোন প্রশ্ন কোন কেন্দ্র থেকে ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁস রুখতে আগামী বছর থেকেই আধুনিক প্রযুক্তির সাহা্য্যে পরীক্ষা নিতে প্রস্তুতি নিতে চলেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিল স্বরূপ। তিনি সম্প্রতি কলকাতায় এসেছিলেন পরীক্ষা ও শিক্ষাসংক্রান্ত এক সেমিনারে।