Site icon জীবিকা দিশারী

প্রশ্নে ভুল থাকায়, মামলকারীদের নম্বর বাড়িয়ে নিয়োগ প্রাথমিকে

current affairs

প্রশ্নে ভুল থাকার জন্যে নম্বর দিয়ে নিয়োগ হবে শিক্ষক পদে, হাইকোর্টে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে মন্তব্য জানানোর কথা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিবের। আদালতে সচিব রত্না বাগচী জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদ মামলাকারীদের যে ছয়টি প্রশ্নে ভুল তার জন্য ছয় নম্বর অতিরিক্ত প্রদান করবে, সেই ভিত্তিতে তাঁদের প্রাথমিক শিক্ষাকতার চাকরিতেও নিয়োগ করা হবে।

দীর্ঘ টালাবাহানার পর অবশেষে প্রাইমারি টেট প্রশ্নে ভুল থাকার মামলায় সুবিধা পেতে চলেছেন কয়েক হাজার পরক্ষার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদ কাল আদালতে জানিয়েছে, সেই সমস্ত পরীক্ষার্থীপ্রার্থীদের খুঁজে খাতা বের করে নম্বর প্রদান সহ নিয়োগ প্রক্রিয়া বিষয়টিতে কিছু সময় লাগবে। পুরো বিষয়টি নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকে।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে ৬ টি ভুল ছিল এই দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে  কয়েক হাজার পরীক্ষার্থীর মামলা চলছে কলকাতা হাইকোর্টে। ২০১৫ সালে ১১ অক্টোবর পরীক্ষা গ্রহণ করা হয় এবং, ২০১৬ সালের আগস্ট মাসে উক্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল।

 

 

 

WB Primary, WB Primary Education, WB Primary TET

Exit mobile version