প্রসার ভারতীতে ৬০ মার্কেটিং এগজিকিউটিভ নিয়োগ

781
0

প্রসার ভারতীর সেলস টিমে ৬০ জন মার্কেটিং এগজকিউটিভ নিয়োগ করা হবে।

যোগ্যতা: মার্কেটিং এগজিকিউটিভ: এমবিএ (মার্কেটিং) বা মার্কেটিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সঙ্গে এক বছরের অভিজ্ঞতা।

মার্কেটিং এগজিকিউটিভ গ্রেড ওয়ান: এমবিএ (মার্কেটিং) বা মার্কেটিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সঙ্গে চার বছরের অভিজ্ঞতা।

পারিশ্রমিক: মার্কেটিং এগজিকিউটিভ পদের ক্ষেত্রে ৩০০০০ টাকা এবং মার্কেটিং এগজিকিউটিভ গ্রেড ওয়ানের ক্ষেত্রে ৪২০০০ টাকা।

বয়সসীমা: ৬ আগস্ট ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

http://prasarbharati.gov.in/vacancies/Contractual_549798.pdf লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি যে জায়গার জন্য আবেদন করবেন সেখানকার এসএমসি/ডিডিকে দপ্তরে পৌঁছতে হবে ৬ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে। প্রাসঙ্কিক তথ্যাবলি জানা যাবে http://prasarbharati.gov.in/ ওয়েবসাইটে।