প্রসার ভারতীতে ৮৯ অ্যাঙ্কার, কপি রাইটার, ক্যামেরা পার্সন

schedule
2019-06-28 | 12:49h
update
2019-06-28 | 12:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

প্রসার ভারতীর ডিডি ইন্ডিয়া ইংলিশ নিউজ চ্যানেলে চুক্তির ভিত্তিতে ৮৯ জন অ্যাঙ্কার-কাম-করেসপনডেন্ট, কপি রাইটার, অ্যাসাইনমেন্ট কোঅর্ডিনেটর, করেসপনডেন্ট, গেস্ট কোঅর্ডিনেটর, ক্যামেরা পার্সন, ব্রডকাস্ট এগজিকিউটিভ ও পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: DDN-4/687/2019-HR.

শূন্যপদ: অ্যাঙ্কার-কাম-করেসপনডেন্ট গ্রেড ওয়ান (ইংলিশ): ৩। অ্যাঙ্কার-কাম-করেসপনডেন্ট গ্রেড টু (ইংলিশ): ৩। অ্যাঙ্কার-কাম-করেসপনডেন্ট গ্রেড থ্রি (ইংলিশ): ৪। কপি রাইটার গ্রেড টু (ইংলিশ): ৮। অ্যাসাইনমেন্ট কোঅর্ডিনেটর: ৭। করেসপনডেন্ট (ইংলিশ): ১৬। গেস্ট কোঅর্ডিনেটর গ্রেড ওয়ান/ টু: ৪। ক্যামেরা পার্সন গ্রেড টু: ১৫। ব্রডকাস্ট এগজিকিউটিভ গ্রেড ওয়ান (ইংলিশ): ১০। পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান (ইংলিশ): ১৯।

যোগ্যতা, অভিজ্ঞতা বয়স: অ্যাঙ্কার-কাম-করেসপনডেন্ট গ্রেড ওয়ান (ইংলিশ): ১) যে-কোনো বিষয়ে ডিগ্রি সঙ্গে জার্নালিজমে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ২) ক্যামেরা ফ্রেন্ডলি মুখমণ্ডল হতে হবে, ৩) স্পষ্ট উচ্চারণ, ৪) জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলির জ্ঞান, ৬) খবর সংক্রান্ত বিষয়ে ইন্টারভিউ নিতে জানতে হবে, ৭) ইংরেজি ভাষায় দক্ষতা, ৮) বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। ৮) অন্তত দশ বছরের অভিজ্ঞতা।

অ্যাঙ্কার-কাম-করেসপনডেন্ট গ্রেড টু (ইংলিশ): ১) যে-কোনো বিষয়ে ডিগ্রি সঙ্গে জার্নালিজমে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ২) ক্যামেরা ফ্রেন্ডলি মুখমণ্ডল হতে হবে, ৩) স্পষ্ট উচ্চারণ, ৪) জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলির জ্ঞান, ৬) খবর সংক্রান্ত বিষয়ে ইন্টারভিউ নিতে জানতে হবে, ৭) ইংরেজি ভাষার দক্ষতা, ৮) বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। ৮) অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা।

Advertisement

অ্যাঙ্কার-কাম-করেসপনডেন্ট গ্রেড থ্রি (ইংলিশ): যে-কোনো বিষয়ে ডিগ্রি সঙ্গে জার্নালিজমে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ২) ক্যামেরা ফ্রেন্ডলি মুখমণ্ডল হতে হবে, ৩) স্পষ্ট উচ্চারণ, ৪) জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলির জ্ঞান, ৬) খবর সংক্রান্ত বিষয়ে ইন্টারভিউ নিতে জানতে হবে, ৭) ইংরেজি ভাষার দক্ষতা, ৮) বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। ৮) সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত এক বছরের অভিজ্ঞতা বা এক বছরের ইন্টার্নশিপ।

কপি রাইটার গ্রেড টু (ইংলিশ): মাস কমিউনিকেশনে গ্র্যাজুয়েট/ জার্নালিজমে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ২) সংশ্লিষ্ট ফিল্ডে এক বছরের অভিজ্ঞতা, ৩) ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে, ৪) বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর: ১) মাস কমিউনিকেশনে গ্র্যাজুয়েট/ জার্নালিজমে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ২) সংশ্লিষ্ট ফিল্ডে পাঁচ বছরের অভিজ্ঞতা, ৩) ইংরেজি ভাষায় দক্ষতা, ৪) বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

করেসপনডেন্ট (ইংলিশ): মাস কমিউনিকেশনে গ্র্যাজুয়েট ডিগ্রি/ জার্নালিজমে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ২) সংশ্লিষ্ট ফিল্ডে পাঁচ বছরের অভিজ্ঞতা, ৩) ক্যামেরা ফ্রেন্ডলি মুখমণ্ডল ও কথা বলার ধরন ঠিক হতে হবে, ৪) স্পষ্ট উচ্চারণ, ৫) জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলির জ্ঞান, ৬) খবর সংক্রান্ত বিষয়ে ইন্টারভিউ নিতে জানতে হবে, ৭) ইংরেজি ভাষার দক্ষতা, ৮) বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

গেস্ট কোঅর্ডিনেটর গ্রেড ওয়ান/ টু: ১) গ্র্যাজুয়েট, ২) পাবলিক রিলেশন/ জার্নালিজমে ডিপ্লোমা, ৩) গ্রেড ওয়ানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফিল্ডে সাত বছর ও গ্রেড টু-এর ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা। ৪) ইংরেজি ভাষায় দক্ষতা, ৫) বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

ক্যামেরা পার্সন গ্রেড টু: ১) ১০+২, ২) সেনিমাটোগ্রাফি/ ভিডিওগ্রাফিতে ডিগ্রি/ ডিপ্লোমা, ৩) সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত এক বছরের অভিজ্ঞতা, ৪) বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

ব্রডকাস্ট এগজিকিউটিভ গ্রেড ওয়ান (ইংলিশ): ১) রেডিও/ টিভি প্রোডাকশনে প্রফেশনাল ডিগ্রি/ ডিপ্লোমা, ২) সংশ্লিষ্ট ফিল্ডে তিন বছরের অভিজ্ঞতা। ৩) ইংরেজি ভাষায় দক্ষতা, ৪) বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান (ইংলিশ): ১) গ্র্যাজুয়েট, ২) ফিল্ম ও ভিডিও এডিটিংয়ে প্রফেশনাল ডিপ্লোমা, ৩) সংশ্লিষ্ট ফিল্ডে দু বছরের অভিজ্ঞতা, ৪) ইংরেজি ভাষায় দক্ষতা, ৫) বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ১ জুলাই ২০১৯-এর মধ্যে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের স্ব-প্রত্যয়িত ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। পূরণ করা আবেদনপত্র রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে ‘The Deputy Director (HR), Room No. 413, 4th Floor, DD News, Doordarshan Bhawan, Tower-B, Copernicus Marg, New Delhi 110001’ ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র পৌঁছতে হবে ১২ জুলাই ২০১৯ বিকাল ৫টার মধ্যে। http://prasarbharati.gov.in/vacancies/Contractual_472821.pdf লিঙ্ক থেকে মূল বিজ্ঞপ্তি সহ দরখাস্তের বয়ান পাওয়া যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.prasarbharati.gov.in এবং www.ddnews.gov.in ওয়েবসাইটে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 23:00:58
Privacy-Data & cookie usage: