Site icon জীবিকা দিশারী

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট : চাইল্ড সাইকোলজি, পেডাগগি ও এনভায়রনমেন্টাল সায়েন্স


আগামী ৩১ জানুয়ারি অফলাইনে প্রাথমিক টেট ২০১৭ (Primary TET) পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। মোট ১৫০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। ১) শিশু মনস্তত্ত্ব ও শিক্ষানীতি, ) প্রথম ভাষা, ) দ্বিতীয় ভাষা (ইংলিশ), ) সায়েন্স/ সোশ্যাল স্টাডিজ, ) পরিবেশ বিদ্যা। পরীক্ষা হবে মোট দেড় ঘণ্টার।  জীবিকা দিশারীতে পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু নমুনা প্রশ্নউত্তর (Primary TET Practise SET) দেওয়া হল।

 প্রথম পর্ব (শিশু মনস্তত্ত্ব ও শিক্ষানীতি ও পরিবেশ বিদ্যা)

 শিশু মনস্তত্ত্ব শিক্ষানীতি (১৫টি প্রশ্ন)

১) একজন ভালো ছাত্রের সর্বশ্রেষ্ঠ গুণ কী?

  1. সবসময় পড়াশুনা করা, b) শিক্ষকদের সম্মান করা, c) অনুগত থাকা, d) ভালো কথা বলার অভ্যাস

২)শিশুদের ভালো ফল করতে আগ্রহী করে তুলতে সহজতম পদ্ধতি কী?

  1. কঠোর শ্রেণিবিভাগ, b) উচ্চমানের পঠন-পাঠন, c) নিয়মিত অনুশীলন d) ধারাবাহিক উপদেশ

৩)স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?

  1. ড. রাধাকৃষ্ণন b) জওহর লাল নেহরু c) বি. আম্বেদকর d) মৌলানা আবুল কালাম আজাদ

৪)প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কে চালু করেছিলেন?

  1. প্লেটো, b) অ্যারিস্টটল, c) রবীন্দ্রনাথ ঠাকুর, d) অতীশ দীপঙ্কর

৫)মহাত্মা গান্ধী কোন শিক্ষানীতির প্রচলন করেছিলেন?

  1. বৃত্তিমূলক শিক্ষা, b) কারিগরি  শিক্ষা c) পুঁথিগত শিক্ষা d) সনাতনী শিক্ষা

৬)বয়স্কদের তুলনায় শিশুদের আবেগ গভীরতর হয়, কারণ

  1. শিশুরা আবেগের বহিঃপ্রকাশ করে ফেলে, b) শিশুরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না , c) শিশুরা বেশি পরিমাণে আবেগপ্রবণ d) শিশুদের আবেগ বেশি হয় না

৭) শেখার জন্য সর্বাধিক প্রয়োজনীয় বিষয় কী?

  1. শেখার চেষ্টা, b) শেখার উপকরণ, c) শেখার ইচ্ছে, d) শেখার সময়

৮) প্রজ্ঞামূলক বিকাশের স্তর কয়টি?

  1. তিনটি, b) চারটি, c) একটি, d) দুটি

৯) কিন্ডারগার্টেন পদ্ধতির জনক কাকে বলে?

  1. মারিয়া মন্তেসরি, b) ফ্রেডরিক ফ্রয়বেল, c) জোনান হার্ভার্ড d) জন ডিউই

১০) স্যাডলার কমিশন কত সালে গঠিত হয়?

  1. ১৯১৯ সালে, b) ১৯৬২ সালে, c) ১৯১৭ সালে, d) ১৯৪৩ সালে

১১) মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হল—

a ) পুরস্কার b ) অভিনবত্ব, c ) তিরস্কার, d ) আগ্রহ

১২) মানুষ মৌলিক বৈশিষ্ঠ্যগুলি কোথা থেকে আহরণ করে?

a ) পরিবেশ b ) বংশগতি, c ) পরিবেশ ও বংশগতি d ) উভয়ই

১৩) কোনো একজন শিক্ষক তাঁর শ্রেণিকক্ষে শৃঙ্খলা রাখতে না পারলে বুঝতে হবে—

a ) তিনি যে বিষয় পড়ান, সে বিষয়ে জ্ঞান সীমিত, b ) ছাত্রদের মনস্তত্ত্ব সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই

c ) শিক্ষন পদ্ধতির ব্যাপারে তিনি মোটেই দক্ষ নন , d ) কোনওটিই নয়।

১৪) IMF-এর পুরো নাম কী?

a ) ইন্ডিয়ান মন্টেসরি ফাউন্ডেশন, b ) ইন্ডিয়ান মনেটারি ফাউন্ডেশন , c ) ইন্টারন্যাশনাল মন্টেসরি ফাউন্ডেশন , d ) ইন্টারন্যাশনাল মন্টেসরি ফান্ড

১৫) শিশুর বিকাশ একটি—

a ) ধীর গতির প্রক্রিয়া b ) ধারাবাহিক প্রক্রিয়া, c ) সময়কেন্দ্রিক প্রক্রিয়া, d ) অনির্দিষ্ট প্রক্রিয়া

 

 

পরিবেশ বিদ্যা (১৫টি প্রশ্ন)

 ১) আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হল—

  1. গ্রিন হাউস গ্যাস, b) দাবানল, c) বনবিনাশ, d) ওজোনস্তরের ক্ষয়

২) নিচের কোন উদ্ভিদগোষ্ঠী মেসোফাইট?

  1. জাম, কাঁঠাল, b) কচুরিপানা, পানা, c) সুন্দরী, গরান, d ) ফণীমনসা, বাবলা

৩) মিনামাটা রোগের জন্য কোন ধাতু দায়ী?

  1. পারদ  b) জিঙ্ক, c) লোহা, d) তামা

৪) ওজোন স্তর কোথায় থাকে?

  1. ট্রপোস্ফিয়ার, b) হেমিস্ফিয়ার, c) মেসোস্ফিয়ার d) স্ট্রাটোস্ফিয়ার

৫) বিশ্বের সবথেকে বেশি পারমাণবিক শক্তি উৎপাদন কোথায় হয়?

  1. আমেরিকা, b) চিন, c) জাপান, d) ভারত

৬) ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল?

  1. ১৯৮১ সাল, b) ১৯৮৪ সাল, c) ১৯৯৪ সাল, d) ১৯৮৯ সাল

৭) ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?

  1. দিগন্তরেখা, b) সৌরমণ্ডল, c) ছায়াবৃত্ত, d) সমুদ্রপৃষ্ঠ

৮) অ্যানথ্রাক্স  রোগটি হয় মূলত—

  1. জলদূষণে, b) শব্দদূষণে, c) বায়ুদূষণে, d) মৃত্তিকা দূষণে

৯) পৃথিবীর উপর  কঠিন আবরণকে কী বলে?

  1. বায়ুমণ্ডল, b) কেন্দ্রমণ্ডল, c) ভূ-ত্বক, d) ওজোনস্তর

১০) পরিবেশের উপাদানগুলোকে প্রাথমিকভাবে কয়টি ভাগে ভাগ করা হয়?

  1. দুটি, b) তিনটি, c) চারটি, d) পাঁচটি

১১) জলদূষণ প্রতিরোধ আইন কত সালে প্রণয়ন হয়?

  1. ১৯৭৮ সাল, b) ১৯৫৫ সাল, c) ১৯৮১ সাল, d) ১৯৯১ সাল

১২) কঠিন বর্জ্য পদার্থের মধ্যে সবথেকে ক্ষতিকর পরিবেশ দূষক বস্তু হল—

  1. কাঠ, b) ধাতু, c) প্লাস্টিক, d ) পাথর

১৩) প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হল—

  1. অক্সিজেন ও নাইট্রোজেন, b) হাইড্রোজেন ও নাইট্রোজেন, c) মিথেন ও ইথেন, d) কার্বন-ডাই-অক্সাইড

১৪) আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?

  1. ৫ নভেম্বর, b) ৫ জানুয়ারি, c) ৫ জুন, d) ৫ মার্চ

১৫)  কোনটি অগ্নি-নির্বাক হিসাবে কাজ করে?

  1. অক্সিজেন, b) কার্বন-ডাই-অক্সাইড, c ) নাইট্রোজেন, d) হিলিয়াম

 

উত্তর মালা (শিশু মনস্তত্ত্ব ও শিক্ষানীতি )

১) C, ২) A, ৩) A, ৪) A, ৫) A, ৬) B, ৭) C, ৮) B, ৯) B, ১০) C, ১১) D, ১২) B, ১৩) B, ১৪) C, ১৫) B

 

উত্তর মালা ( পরিবেশ বিদ্যা )

১) C, ২) A, ৩) A, ৪) D, ৫) A, ৬) B, ৭) C, ৮) D, ৯) C, ১০) B, ১১) A, ১২) C, ১৩) B, ১৪) C, ১৫) B

 

Primary TET, TET, Tet Practice Set

 

 

Exit mobile version