প্রাইমারি শিক্ষকতার জন্য সিটেট: আবেদনের তারিখ আবার বাড়ল

1073
0
Result, PSC Result, WB Police Result

কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল, সেন্ট্রাল টিবেটান স্কুল, দিল্লি সাবর্ডিনেট সার্ভিসের বিভিন্ন স্কুল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুল ইত্যাদিতে আবেদনের অন্যতম আবশ্যিক যোগ্যতা হিসাবে সিবিএসই পরিচালিত সিটেট (জুলাই) পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ আবার বাড়িয়ে আগামী ৯ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে। এর আগে একবার বাড়িয়ে ২ মার্চ করা হয়েছিল (https://jibikadishari.co.in/?p=14833)। ফি দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে ১৩ মার্চ বেলা সাড়ে তিনটে। পরীক্ষা হবে দেশের ১১২টা শহরে আগামী ৫ জুলাই রবিবার। অনলাইন আবেদনে কোনো ভুল করে থাকলে তা অনলাইনেই (www.ctet.nic.in.) সংশোধনের সুযোগ পাওয়া যাবে আগামী ১৭-২৪ মার্চ। আবেদনের তারিখ বদলের ঘোষণা সহ অন্যান্য জরুরি নির্দেশের জন্য সিবিএসইর ২ মার্চের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://ctet.nic.in/webinfo/Handler/FileHandler.ashx?i=File&ii=263&iii=Y

আবেদনের জন্য আমাদের বিস্তারিত মূল খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=14444

 

 

Primary, Primary CTET