ফিশারিজে ১০০ অফিসার নিয়োগের যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত তথ্য 

4297
0
daily current affairs

পিএসসির মাধ্যমে রাজ্যের মৎস্য, জলজ সম্পদ ও  মৎস্য বন্দর দপ্তরের অধীনে একশোটি ফিশারি এক্সটেনশন অফিসার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বিজ্ঞপ্তি নম্বর – ০৩/২০২১

শূন্যপদ: ১০০টি (এর মধ্যে অসংরক্ষিত ৫০, এসসি ২১, এসটি ৬, ওবিসি-এ ১০, ওবিসি-বি ৭, পিডব্লু ৪, মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ২)।

যোগ্যতা: ৪ বছরের ফিশারি সায়েন্সের স্নাতক যোগ্যতা প্রয়োজন। এর সঙ্গে মৎস্য চাষ, জলজ চাষ, জলজ সম্পদ ও মৎস্য বন্দর নিয়ে জ্ঞান থাকতে হবে। বাংলা বা নেপালি লিখতে পড়তে জানতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা  ৩৯ বছর। রাজ্যের সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী (৩২,১০০ – ৮২,৯০০ টাকা)

আবেদন: আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা যাবে। আগামী ১৭ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। অনলাইনে আবেদন ফি দেওয়া যাবে ১৭ মার্চ পর্যন্ত।

আবেদন ফি: ১৬০ টাকা (এসসি/এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের কোন ফি লাগবে না)। অনলাইনে ছাড়াও ডাউনলোড করা ইউবিআই ব্যাংকের চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যেতে পারে।

বিস্তারিত বিজ্ঞপ্তি লিঙ্ক: ক্লিক করুন

আবেদনের জন্য ওয়েবসাইট: ক্লিক করুন

‘রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

WB Fisheries, Fisheries Recruitment, Wb Recruitment